অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মত ৮ম শ্রেণির ছাত্র/ছাত্রীরাও ২০২২ সালের ১ম সপ্তাহে বাংলা ও গণিত বিষয়ের নির্ধারিত অ্যাসাইনমেন্ট সমাধান করে জমা দিতে হবে। ০৬ ফেব্রুয়ারি ২০২২ ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর সাথে অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রকাশ করেছে মাউশি।
অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ নির্ধারিত বিষয়সমূহের প্রশ্ন, উত্তর, নির্দেশনাসমূহ খেয়ালী ডট কম এর পাঠকদের জন্য বিস্তারিত দেওয়া হল।
সূচীপত্র
- 1 অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা
- 2 অ্যাসাইনমেন্ট শিরােনামঃ চারপাশের পশু-পাখির প্রতি দায়িত্ব নিরূপণ
- 3 অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত
- 4 অ্যাসাইনমেন্ট শিরােনামঃ দ্বিতীয় অধ্যায় : (মুনাফা) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয়
- 5 একপাতায় অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পিডিএফ
অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা
৮ম শ্রেণির বাংলা পাঠ্যবই থেকে পাঠ্যবই থেকে ‘অতিথির স্মৃতি গল্পটি পড়ে শিক্ষার্থীরা ১ম সপ্তাহে সপ্তম শ্রেণির বাংলা ১ম এ্যাসাইনমেন্ট লিখতে হবে। সপ্তম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা সমাধান করতে গিয়ে শিক্ষার্থীরা ৪টি নির্দেশক অনুসরণ করে প্রশ্নের উত্তর দিতে হবে। এটি লিখতে গিয়ে শিক্ষার্থীরা পশু-পাখি ও জীবজন্তুর উপর মানুষের নির্ভরশীলতা উপলব্ধি করতে পারবে এবং তাদের প্রতি যত্নবান হওয়ার প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করতে পারবে।
এটি লেখার সময় শিক্ষার্থীরা প্রথমত পশু-পাখির তালিকা তৈরি করতে হবে, দ্বিতীয়ত পশু-পাখির প্রতি আচরণ লিপিবদ্ধ করতে হবে, তৃতীয়ত ‘অতিথির স্মৃতি’ গল্পে নির্মমতার চিত্র তুলে ধরতে হবে, চতুর্থত, পশু-পাখির প্রতি দায়িত্ব লিখতে হবে।
বিষয় | নম্বর | অ্যাসাইনমেন্ট শিরোনাম | মোট মার্ক |
বাংলা (সাহিত্য কণিকা) | ০১ | চারপাশের পশু-পাখির প্রতি দায়িত্ব নিরূপণ | ১০ |
নিচের ছবিতে অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা বিস্তারিত দেওয়া হলো-

অ্যাসাইনমেন্ট শিরােনামঃ চারপাশের পশু-পাখির প্রতি দায়িত্ব নিরূপণ
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত): পাঠ্যবই থেকে ‘অতিথির স্মৃতি গল্পটি পড়তে হবে।
কাজের ধাপঃ
ক. চারপাশে যেসব পশু-পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে হবে।
খ. পশু-পাখির প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায়, তা লিখতে হবে।
গ. ‘অতিথির স্মৃতি’ গল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তার বিবরণ দিতে হবে।
ঘ. পশু-পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত, তা লিখতে হবে।
অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত
বাংলার সাথে তোমাদের গণিত পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় : (মুনাফা) থেকে ১নং নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। এটি সম্পন্ন করতে গিয়ে তোমরা ১. মুনাফা কী তা বর্ণনা করতে পারবে; ২. সরল ও চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে; ৩. ব্যাংকের হিসাব বিবরণী ব্যাখ্যা করতে পারবে।
বিষয় | নম্বর | অ্যাসাইনমেন্ট শিরোনাম | মোট মার্ক |
গণিত | ০১ | সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয় | ১৩ |
১ম সপ্তাহে ৮ম শ্রেণির গণিত প্রথম অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে গিয়ে ৪টি নির্দেশক বা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন- ক. সরল মুনাফার সূত্রের ব্যবহার, খ. সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়, গ. লাভ-ক্ষতি নির্ণয় করতে হবে।
নিচের ছবিতে ৮ম শ্রেণি গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বিস্তারিত দেখুন-

অ্যাসাইনমেন্ট শিরােনামঃ দ্বিতীয় অধ্যায় : (মুনাফা) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক নির্ণয়
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):
ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ ৩২০০ টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা পেল। তারা উভয়ে ৫% হার মুনাফায় প্রাপ্ত টাকা একই ব্যাংকে ২ বছরের জন্য জমা রাখলাে।
ক) একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা-আসলে দেড়গুণ হবে।
খ) সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১০ টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল?
গ) সাকিব প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে, কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?
একপাতায় অষ্টম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পিডিএফ
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিদার্থে খেয়ালী ডট কম পাঠকদের জন্য ৮ম শ্রেণি ১ম সপ্তাহ এ্যাসাইনমেন্ট সমূহ পিডিএফ আকারে দেওয়া হল। নিচের বাটনে ক্লিক করলেই এগুলো ডাউনলোড করা যাবে।
অন্যকে সহজে অ্যাসাইনমেন্ট পেতে সহযোগিতা করতে আপনার ফেসবুক প্রোফাইলে এই পোস্টটি শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম ফেসবুক গ্রুপে যোগদিন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য খেয়ালী ডট কম এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।