Update

মাউশি আওতাধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা নির্দেশনা

মাউশি আওতাধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা নির্দেশনা : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল অফিস ও সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের আয় ব্যয় নিরীক্ষা সংক্রান্ত একটি জরুরী নির্দেশনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ৭ আগস্ট ২০২২ জারিকৃত এই পত্রে মাউশি আওতাধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানানো হয়-

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এই নির্দেশনা পত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়, সরকারি কলেজ, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, জেলা শিক্ষা কার্যালয়, সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিস্থান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে নিরীক্ষা করতে বলা হয়। 

মাউশি আওতাধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা নির্দেশনা

নিচের ছবিতে নির্দেশনা টি দেখুন। আপনি চাইলে এই পোষ্টের শেষে থাকার ডাউনলোড বাটনে ক্লিক করে এই পত্রটি প্রিন্ট করে আপনার অফিসে সংরক্ষণ করতে পারেন-

মাউশি আওতাধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়/সরকারি কলেজ/শিক্ষক প্রশিক্ষণ
ইনস্টিটিউট/জেলা শিক্ষা কার্যালয়/সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস/বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়-

শিক্ষা অডিট অধিদপ্তর এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অর্থ বছরে নিরীক্ষা কার্য সম্পাদনপূর্বক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়/সরকারি কলেজ/শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট/জেলা শিক্ষা কার্যালয়/সরকারি শিক্ষা প্রতিষ্ঠান/উপজেলা শিক্ষা অফিস/বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আয়-ব্যয়ের ক্ষেত্রে আয়কর, মূল্য সংযােজন কর, উৎসে আয়কর কর্তন, পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ সহ সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান অনুসরণ করা হয় না মর্মে অডিট আপত্তি উত্থাপন করে।

বর্ণিত প্রেক্ষাপটে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিম্নোক্ত বিষয়াদি অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলাে-

১. পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ ও সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান প্রতিপালন করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যয় নির্বাহ করতে হবে। 

২. প্রতিষ্ঠানের অর্থ সংস্থান মােতাবেক অর্থ ব্যয় করতে হবে। 

৩. প্রযােজ্য ক্ষেত্রে জাতীয় রাজস্ব বাের্ডের নির্দেশনা অনুযায়ী আয়কর ও মূল্য সংযােজন কর (ভ্যাট) কর্তনপূর্বক সরকারি কোষাগারে (চালানের মাধ্যমে) জমা করতে হবে। 

৪. অগ্রিম উত্তোলিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। 

৫. প্রদত্ত বরাদ্দ বর্ণিত কোডসমূহের বিপরীতে বিদ্যমান সরকারি নীতিমালা অনুসারে ব্যয় করতে হবে এবং কোনভাবেই অতিরিক্ত অর্থ ব্যয় করা যাবে না। 

৬. এক কোডে বরাদ্দকৃত অর্থ অন্য কোডে ব্যয় করা যাবে না। 

৭. নিরীক্ষা কার্য সম্পাদনের জন্য বাজেট রেজিষ্টার, ক্যাশ বই, চেক ইস্যু সংক্রান্ত রেজিস্টার, স্টক রেজিস্টার, বিল রেজিস্টার ও বিল-ভাউচার সংক্রান্ত সকল ফাইল সংরক্ষণ করতে হবে। 

৮. অব্যয়িত অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সমর্পণ করে সমন্বয়ের প্রত্যয়নপত্র সংরক্ষণ করতে হবে। 

৯. প্রতিষ্ঠানের সম্পত্তি সংক্রান্ত আয়-ব্যয়ের (ভাড়া, ইজারাসহ) ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে। 

১০. অর্থ ব্যয়ের ক্ষেত্রে সময়ে সময়ে জারিকৃত সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

মাউশি আওতাধীন সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা নির্দেশনা ডাউনলোড

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাউশি অধীনস্থ অফিস সমূহের জন্য আয় ব্যয় সংক্রান্ত নির্দেশনা টি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

শিক্ষা, বিনোদন, সংস্কৃতি, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে তথ্য ও খবরা-খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক এবং ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। খেয়ালী ডটকমে আপনার লেখা প্রকাশ করার জন্য যোগাযোগ করুন। 

সংশ্লিষ্ট তথ্য

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button