Comilla Board

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩

কুমিল্লা শিক্ষাবোর্ড এইচএসসি পরীক্ষা ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। এই সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এর বিস্তারিত আলোচনা করবো আমাদের আজকের আয়োজনে। এখানে থাকবে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচী, প্রয়োজনীয় ফি এর পরিমাণসহ যাবতীয় সব।

প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার ফরমপূরণ শুরু হবে ০৯ জুলাই থেকে এবং শেষ হবে ২৩ জুলাই; এই সময়ের মধ্যেই শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এইচএসসি পরীক্ষা ২০২৩

আন্ত শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের সম্ভব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগষ্ট ২০২৩। তবে যেকোন কারণে সেটি পরিবর্তন হতে পারে।

সম্ভব্য পরীক্ষার তারিখ ঠিক রেখে খুব শিগ্রই এইচএসসি পরীক্ষা ২০২৩ এর রুটিন প্রকাশ করবে কর্তৃপক্ষ। পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করবে সেই সংখ্যা নির্ধারণ করতে এই মুহুর্তে ফরম পূরণের বিজ্ঞপ্তি সহ নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষা ২০২৩ যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য ফরম পূরণের সঠিক ফি এবং যথাসময়ে কাজটি সম্পন্ন করার জন্য এই বিজ্ঞপ্তি অত্যন্তু গুরুত্বপূর্ণ;

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ

পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় পাশ করা সাপেক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফরমপূরণ করতে হয়। এর মাধ্যমে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কারা কারা এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের তালিকা নিশ্চিত করে বোর্ড কর্তৃপক্ষ।

সেই অনুযায়ী পরবর্তীতে প্রশ্নসহ যাবতীয় অন্যন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম কিভাবে কখন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এই নির্দেশনা প্রদান করেছেন।

কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা ফরম পূরণ ২০২৩

পরীক্ষা পূর্ব প্রস্তুতি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ০৫ জুলাই ২০২৩ তারিখ থেকে এবং সব কিছু শেষ হবে ২৪ জুলাই ২০২৩ তারিখে।

শিক্ষার্থী ও কলেজ সমূহ এর মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিচের তালিকায় সংক্ষেপে কুমিল্লা শিক্ষাবোর্ড এর এইচ এস সি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম দেওয়া হল।

ক্রমকার্যক্রমের বিবরণসময়সূচী
গত বছরের ফেল করাদের অংশগ্রহণের আবেদন জমা২০/০৬/২০২৩
জিপিএ উন্নয়ন এর জন্য আবেদন জমা২০/০৬/২০২৩
রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ নবায়ন২৫/০৬/২০২৩
এইচ এস সি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ২১/০৭/২০২৩
পরীক্ষার্থীদের সম্ভব্য তালিকা প্রকাশ০৫/০৭/২০২৩
সম্ভব্য তালিকা থেকে ফরম পূরণ ০৯/০৭/২০২৩ তারিখ থেকে ১৭/০৭/২০২৩ তারিখ পর্যন্ত
বিলম্ব ফি ছাড়া সোনালী ব্যাংক ড্রাফট১৯/০৭/২০২৩
বিলম্ব ফি দিয়ে অনলাইন এইচএসসি ফরম পূরণ২০/০৭/২০২৩ তারিখ থেকে ২৩/০৭/২০২৩ পর্যন্ত
বিলম্ব ফি দিয়ে সোনালী ব্যাংক ড্রাফট২৪/০৭/২০২৩
কুমিল্লা শিক্ষাবোর্ড এইচএসসি ফরম পূরণ ২০২৩ এর বিবরণ

এইচএসসি পরীক্ষা ফরম পূরণ এর ধাপ

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে হবে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে। নিচে সবগুলো ধাপ সংক্ষেপে কিন্তু সহজে বোঝার মত করে বর্ণনা করা হলো।

১. অনিয়মিত এবং জিপিএ উন্নয়ন শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আবেদন

২০২২ সালে বা ২০২১ সালে যারা এইচ এস সি পরীক্ষায় ফেল করেছে তারা চাইলে অধ্যক্ষ বরাবর ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদন করতে পারবে। এজন্য তাদেরকে ২০ জুলাই ২০২৩ তারিখের মধ্যে সাদা কাগজে সহস্তে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন জমা দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ আবেদনকারীদের মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড যাচাই করে মেয়াদ থাকা সাপেক্ষ্যে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করবেন।

সেই সাথে যারা জিপিএ উন্নয়ন বা এইচ এস সি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চায় তারাও সাদা কাগজে প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন জমা দিবে। রেজিষ্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষ্যে তারা পরীক্ষায় অংশগ্রহণ এর সুযোগ পাবে।

২. রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ নবায়ন

যেসকল শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ০৩ (তিন) বছর পার হয়ে গেছে কিন্তু পরীক্ষা দিতে চায় তারাও চাইলে শিক্ষাবোর্ড থেকে রেজিষ্ট্রেশন কার্ড এর মেয়াদ বাড়িয়ে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এ জন্য তাকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ২৫ ‍জুলাই ২০২৩ তারিখের মধ্যে মেয়াদ বাড়িয়ে নিতে হবে। অন্যথায় কোনোভাবেই এইচ এস সি ফরম পূরণ করার সুযোগ পাবেনা।

৩. এইচ এস সি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান সমূহ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করবেন এবং ২১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে তার ফল প্রকাশ করবেন।

কোনোভাবেই এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো শিক্ষার্থীকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করানো যাবেনা। তাহলে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান দায়ী থাকবে।

৪. পরীক্ষার্থীদের সম্ভব্য তালিকা প্রিন্ট

০৫ জুলাই ২০২৩ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের সম্ভব্য তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠান সমূহ কুমিল্লা বোর্ড > এইচএসসি কর্ণার > ফরম পূরণ ২০২৩ ঠিকানায় প্রবেশ করে নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সম্ভব্য তালিকা দেখতে পাবে।

সরাসরি effhsc.comillaboard.gov.bd এই লিংকে প্রবেশ করেও ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম করতে পারবে। চাইলে কুমিল্লা বোর্ড এইচএসসি ফরম পূরণ লেখায় ক্লিক করে আপনি সরাসরি সেখানে প্রবেশ করতে পারেন।

৫. প্রার্থী নির্বাচন এবং ফরম পূরণ

প্রতিষ্ঠানসমূহ কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.comillaboard.gov.bd) প্রবেশ করে এইচএসসি কর্ণারে এইচএসসি’২০২৩ পরীক্ষার ফরম পূরণ এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী Select করতে হবে।

উক্ত হার্ডকপিতে Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable list থেকে Select করতে হবে এবং Save বাটনে ক্লিক করতে হবে।

Temporary List Print করে ভালভাবে যাচাই বাছাই করে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে। এ পর্যায়ে প্রয়োজন হলে Select / Unselect করা যাবে।

Temporary List যাচাইয়ান্তে Pay info তে ক্লিক করার পর Pay Slip Print করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য Pay Slip Print করে ব্যাংকে টাকা জমাদানের পর আর কোন অবস্থাতেই Select / Unselect করা যাবে না। তবে ব্যাংকে টাকা জমাদানের পূর্বে Select / Unselect করলে পুনরায় Pay Slip প্রিন্ট করে নিতে হবে।

ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘন্টার মধ্যে Final Submit Button Active হবে। অত:পর Final Submit এ ক্লিক করে Final Candidate List Print করতে হবে।

Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করে কলেজে সংরক্ষণ করবেন। উল্লেখ্য Final Submit না করলে পরীক্ষার্থীর ফরম পূরণ নিশ্চায়ন সম্পন্ন হবেনা।

যে সকল পরীক্ষার্থী বিধি মোতাবেক রেজিস্ট্রেশন নবায়ন করে Online -এ ফরম পূরণ করবে তাদের নবায়নকৃত রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরাংশে প্রিন্টকপির ক্রমিক নাম্বার উল্লেখ করে কলেজে সংরক্ষণ করবেন।

অন্য কলেজের রেজিস্ট্রেশনধারী যে সকল পরীক্ষার্থী Online – এ ফরম পূরণ করবে তাদের ছাড়পত্রের সত্যায়িত ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি এবং ছাড়পত্র প্রদানের বিষয়ে বোর্ডের অনুমতি পত্রের সত্যায়িত ফটোকপির উপরাংশে প্রিন্টকপির ক্রমিক নাম্বার উল্লেখ করে কলেজে সংরক্ষণ করবেন।

বিলম্ব ফি সহ ২০/০৭/২০২৩ থেকে ২৩/০৭/২০২৩ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমার সর্বশেষ তারিখ ২৪/০৭/২০২৩

২০২৩ সালের এইচএসসি ফরম পূরণ ফি

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে সকল শিক্ষাবোর্ডের জন্য শিক্ষাবোর্ড সমূহ নির্ধারিত ফি ঠিক করে দিয়েছে। কোনো প্রতিষ্ঠান এর বাহিরে ফি নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিচের ছবি থেকে ২০২৩ সালের এইচএসসি ফরম পূরণ ফি এর পরিমাণ জেনে নিন

সারসংক্ষেপ

প্রিয় পাঠকগণ আশা করছি আপনারা উপরোক্ত নির্দেশনা অনুসরণ করে এইচএসসি পরীক্ষা ফরম পূরণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। নিয়মিত এই ধরণের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

সূত্র (Source): মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর অফিসিয়াল ওয়েবসাইট

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button