এসএসসি রেজাল্ট ২০২২ মার্কশীট সহ
এসএসসি রেজাল্ট ২০২২ এর ফল প্রকাশের তারিখ ২৮ নভেম্বর, ২০২২- শিক্ষামন্ত্রী। চলতি বছর এসএসসি পরীক্ষা শেষ হয়েছে । এবছর ৯ টি বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২২,২৭,১১৩ জন। আন্তঃ শিক্ষাবোর্ড কতৃর্পক্ষ ২৮ নভেম্বর ২০২২ ফলাফল প্রকাশ করবেন বলে নিশ্চিত করেছেন।
প্রতি বছর মে মাসে এসএসসি ফলাফল প্রকাশ করা হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে এবছর যথাসময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ফলস্বরুপ পরীক্ষা শেষ হওয়ার ১ মাসের মধ্যেই এসএসসি রেজাল্ট ২০২২ ঘোষণা করা হবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আশ্বস্থ করেছেন।

কীভাবে এসএসসি রেজাল্ট ২০২২ পাওয়া যাবে ?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণার পরেই শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএস এর মাধ্যমে স্ব – স্ব রেজাল্ট সংগ্রহ করতে পারবে । প্রধানমন্ত্রীর হাতে শিক্ষামন্ত্রী ফলাফল তুলে দেয়ার পরপরই ইন্টারনেট এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশ করা হবে।
অনলাইনের মাধ্যমে কীভাবে এসএসসি রেজাল্ট ২০২২ পাওয়া যাবে?
অফিসিয়াল ওয়েব সাইট http://www.educationboardresults.gov.bd/ এর মাধ্যমে স্ব-স্ব ফলাফল এসএসসি রেজাল্ট ২০২২ পাওয়া যাবে ।
নিচের কয়েকটি পদ্ধতি অনুসরণ করে ফলাফল সংগ্রহ করা যাবে-

ধাপ-১: Examination এর স্থানে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করতে হবে ।
ধাপ-২: Year এর ঘরে ২০২২ সিলেক্ট করতে হবে ।
ধাপ-৩: Board এর ঘরে যে শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা অংশ গ্রহণ করেছে তা সিলেক্ট করতে হবে ।
ধাপ-৪: Roll এর ঘরে পরীক্ষার্থীর রোল দিতে হবে।
ধাপ-৫: Reg: No এর ঘরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
ধাপ -৬: পরবর্তী যোগফল দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
এছাড়াও ওয়েব বেস্ড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশান বোর্ড এর ওযেব লিংক https://eboardresults.com/v2/home এর মাধমেও রেজাল্ট দেখা যাবে।
নিচের কয়েকটি পদ্ধতি অনুসরণ করে অরো সহজেই ফলাফল সংগ্রহ করা যাবে-

ধাপ-১: Examination এর স্থানে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করতে হবে ।
ধাপ-২: Year এর ঘরে ২০২২ সিলেক্ট করতে হবে ।
ধাপ-৩: Board এর ঘরে যে শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা অংশ গ্রহণ করেছে তা সিলেক্ট করতে হবে ।
ধাপ- ৪: Result Type Individual সিলেক্ট করতে হবে।
ধাপ-৫: Roll এর ঘরে পরীক্ষার্থীর রোল দিতে হবে।
ধাপ-6: Reg: No এর ঘরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর না দিলেও চলবে।
ধাপ -৭ : পরবর্তীতে চার সংখ্যার Security Key দিয়ে Get result এ ক্লিক করতে হবে।
উল্লেখ্য যে এই পদ্ধতিতে প্রতিষ্ঠান অথবা কেন্দ্র প্রধান চাইলে তাদের প্রতিষ্ঠানের EIIN ও Center Code সরবরাহ করে তাদের রেজাল্ট সংগ্রহ করতে পারবে।
কীভাবে মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট ২০২১ পাওয়া যাবে ?
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএমএস লিখার নিয়ম নিম্নরুপ-
SSC স্পেস BOARD NAME স্পেস ROLL স্পেস YEAR SEND to 16222
উদাহরণ : SSC<>DHA<>123456<>2021
শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর বোর্ডের জায়গায় দিতে হবে।
যেমন ধরুন:
DHAKA = DHA
BARISAL= BAR
SYLHET = SYL
COMILLA= COM
CHITTAGONG = CHI
RAJSHAHI= RAJ
MYMENSINGH= MYM
JESSORE= JES
DINAJPUR= DIN
MADRASHA= MAD
TECHNICAL= TEC
কীভাবে এসএসসি রেজাল্ট ২০২২ বোর্ড ভিত্তিক পাওয়া যাবে?
১. চট্টগ্রাম বোর্ড ওয়েব লিংক – https://web.bise-ctg.gov.bd/bisectg
২. ঢাকা বোর্ড ওয়েব লিংক – https://dhakaeducationboard.gov.bd
৩. কুমিল্লা বোর্ড ওয়েব লিংক – https://web.comillaboard.gov.bd/bisecb
৪. রাজশাহী বোর্ড ওয়েব লিংক –http://www.rajshahieducationboard.gov.bd/
৫. সিলেট বোর্ড ওয়েব লিংক – https://sylhetboard.gov.bd/
৬. ময়মনসিংহ বোর্ড ওয়েব লিংক –https://mymensingheducationboard.gov.bd/
৭. যশোর বোর্ড ওয়েব লিংক –https://www.jessoreboard.gov.bd/
৮. দিনাজপুর বোর্ড ওয়েব লিংক http://dinajpureducationboard.gov.bd/
৯. বরিশাল বোর্ড ওয়েব লিংক –http://www.barisalboard.gov.bd/
১০. মাদ্রাসা বোর্ড ওয়েব লিংক –http://bmeb.gov.bd/
১১. ২০২১ কারিগরি বোর্ড ওয়েব লিংক –http://bteb.gov.bd/
উপরোক্ত ওয়েব লিংক থেকেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।
মজার তথ্য জানার জন্য ঘুরে আসুন
ুলো মন্তব্য