Update

নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২

মাধ্যমিক স্তরের অন্যান্য শ্রেণির মত ৯ম শ্রেণির সকল বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখায় সম্পৃক্ত রাখতে ২০২২ সালের ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রমের প্রথম সপ্তাহে বাংলা এবং গণিত বিষয়ে ১টি করে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। ০৬ ফেব্রুয়ারি ২০২২ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সাথে নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রকাশিত হয়েছে।

এখানে ৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর বিষয়সমূহ, প্রশ্ন, সমাধান ও মূল্যায়ন কৌশল নিয়ে আলোচনা করবো। এই পোস্ট এর শেষে এক পাতায় নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ দেওয়া হবে যাতে খুব সহজে প্রিন্ট করে শিক্ষার্থীদের বিতরণ করা যায়।

নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য ৯ম শ্রেণির বাংলা বইয়ের নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা ১নং এ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

এটি সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থীরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে। এখানে তোমাদের জন্য ৯ম শ্রেণি ১ম এ্যাসাইনমেন্ট বাংলা বিস্তারিত দেওয়া হল।

নবম শ্রেণি ১ম অ্যাসাইনমেন্ট বাংলা অ্যাসাইনমেন্ট-এ ৪টি প্রশ্ন রয়েছে। এগুলো ধারাবাহিকভাবে উত্তর লেখার মাধ্যমে ছাত্র/ছাত্রীরা ১২ নম্বর পর্যন্ত অর্জন করতে পারে।

প্রশ্নগুলোর মধ্যে- ক. সুভার প্রতি আচরণ, খ. প্রত্যাশিত ইতিবাচক আচরণ, গ. চেনা/জানা একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতা, ঘ. সুভা ও শিক্ষার্থীর বা পরিবারের অথবা পরিচিত কারাে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সংবেদনশীল অনুভূতিপ্রবণ মনের পরিচয়;

বিষয়নম্বরঅ্যাসাইনমেন্ট শিরোনামমোট মার্ক
বাংলা ১ম পত্র০১সুভা গল্প অনুসরণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতি প্রবণতা বিশ্লেষণ১০

নিচের ছবিতে শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা দেওয়া হল-

নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা

অ্যাসাইনমেন্ট শিরােনামঃ ‘সুভা’ গল্প অনুসরণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সংবেদনশীলতা ও অনুভূতি প্রবণতা বিশ্লেষণ

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):

১. সুভা তার পরিবার ও সমাজ থেকে যে আচরণ পেয়েছে তার বর্ণনা করতে হবে।

২. সুভার প্রতি পরিবার ও সমাজের আচরণ যেমন হওয়া প্রয়ােজন তার বিবরণ দিতে হবে।

৩. একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বেড়ে ওঠার প্রতিবন্ধকতাসমূহ (তােমার বা পরিবারের অথবা পরিচিত কারাে) ব্যাখ্যা করতে হবে

৪. ‘একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরও সংবেদনশীল ও অনুভূতিপ্রবণ মন আছে। – মন্তব্যটি সুভা ও তােমার বা পরিবারের অথবা পরিচিত কারাে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করতে হবে।

নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত

৯ম শ্রেণির ছাত্র/ছাত্রীরা ১ম সপ্তাহে বাংলা এর সাথে গণিত বিষয় থেকেও এ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় (সেট ও ফাংশন) সংক্রান্ত বিভিন্ন পাঠ অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা সমস্যাগুলো সমাধান করবে।

৯ম শ্রেণি গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ সমাধান করতে গিয়ে শিক্ষার্থীরা যেসকল বিষয় শিখতে পারবে-

ক. সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে।

খ. সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে।

গ. শক্তি সেট ব্যাখ্যা করতে এবং দুই ও তিন সদস্যবিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে।

ঘ. ক্রমজোড় ও কার্তেসীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে।

ঙ. অন্বয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে।

বিষয়নম্বরঅ্যাসাইনমেন্ট শিরোনামমোট মার্ক
গণিত০১সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা১৩

নিচের ছবিতে ৯ম শ্রেণি গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বিস্তারিত দেখুন-

নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত,

অ্যাসাইনমেন্ট শিরােনাম: সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১) B সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

২) P(A) নির্ণয় করে দেখাও যে, P(A) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে।

৩) = {(x, y); x € A, y € B এবং x + 1 < y} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

একপাতায় নবম শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ পিডিএফ ডাউনলোড

শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিদার্থে খেয়ালী ডট কম পাঠকদের জন্য ৯ম শ্রেণি ১ম সপ্তাহ এ্যাসাইনমেন্ট সমূহ পিডিএফ আকারে দেওয়া হল। নিচের বাটনে ক্লিক করলেই এগুলো ডাউনলোড করা যাবে।

অন্যকে সহজে অ্যাসাইনমেন্ট পেতে সহযোগিতা করতে আপনার ফেসবুক প্রোফাইলে এই পোস্টটি শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম ফেসবুক গ্রুপে যোগদিন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য খেয়ালী ডট কম এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

সংশ্লিষ্ট তথ্য

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button