Union Council Election

নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্ব ও কর্তব্য

সুন্দর ও সুচারূভাবে নির্বাচন পরিচালনার জন্য এই কাজে নির্বাচন কমিশন থেকে নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আজকে আপনাদের সাথে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করবো।

দায়িত্বপ্রাপ্তরা যদি সঠিকভাবে নিজের কাজ সম্পর্কে না জানে এবং নিজের দায়-দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়না।

নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্ব ও কর্তব্য

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়ােজিত কর্মকর্তাগণের মধ্য হতে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়ােগ করেন।

রিটার্নিং অফিসারগণ ভােটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পােলিং অফিসার নিয়ােগ করেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক ভােটকেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার, প্রত্যেক ভােটকক্ষের জন্য একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং দুইজন পােলিং অফিসার নিয়ােজিত হবেন।

তাছাড়া নির্বাচনে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার বিভিন্ন কর্মকর্তা নিয়ােগ করে থাকেন। উল্লিখিত কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের অধীনে থেকে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

প্রিজাইডিং অফিসার প্রয়ােজন অনুসারে ভােটকেন্দ্র ও ভােটকক্ষ তত্ত্বাবধান করেন, যার মধ্যে রয়েছে:

১. ভােটগ্রহণ কাজে ব্যবহৃত উপকরণাদি সংগ্রহ ও সরবরাহ; 

২. ভােটকেন্দ্রের অভ্যন্তরে ও ভােটকক্ষে ভােটগ্রহণ প্রক্রিয়া তত্ত্বাবধান; 

৩. ভােটকেন্দ্রের ভিতর উদ্ভূত যেকোন সমস্যার সমাধান এবং কৌশলগত প্রশ্নের উত্তর প্রদান;

৪. নিরাপত্তাজনিত বা জরুরী কোনাে পরিস্থিতিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ;

সহকারী প্রিজাইডিং অফিসার ও পােলিং অফিসারগণ নির্বাচনের দিন ভােটকেন্দ্রে মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র প্রিজাইডিং অফিসার নির্বাচন সংশ্লিষ্ট কাজের জন্য মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

ভােটকক্ষের অভ্যন্তরে প্রতিটি টিম একজন সহকারী প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে কাজ করবেন। অন্যদিকে সহকারী প্রিজাইডিং অফিসার সকল বিষয়ে রিপাের্ট করবেন প্রিজাইডিং অফিসারের নিকট, যিনি পুরাে ভােটকেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে নিয়ােজিত থাকবেন।

সহকারী প্রিজাইডিং অফিসার ভােটগ্রহণ শুরু ও এর কর্মকান্ড পরিচালনা সংক্রান্ত বিষয়ে পােলিং অফিসারদেরকে নির্দেশনা প্রদান করবেন এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রয়ােজনীয় বিষয়াবলী অবহিত করবেন।

নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্ব

নির্বাচন অনুষ্ঠানের জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার তার উপর অর্পিত দায়-দায়িত্ব সমূহ অনুধাবন করে এবং নিজের দায়িত্বগুলো জেনে সঠিকভাবে নিজের কাজ করতে হবে। নিচে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আলোচনা করা হলো-

১. রিটার্নিং অফিসারের কার্যালয়ের সাথে যােগাযােগ স্থাপন করা; 

২. ভােটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সহকর্মীদের সাথে যােগাযােগ স্থাপন করা; 

৩. ভােটকেন্দ্র পরিদর্শন ও ভােটগ্রহণ উপযােগীকরণ। এছাড়াও ভােটকেন্দ্রের অবস্থান, ভােটার সংখ্যা এবং ভােটার এলাকার নাম সংগ্রহ করা; 

৪. ভােটকেন্দ্রের সকল ভােটগ্রহণ কর্মকর্তাদের তত্ত্বাবধান করা; 

৫. রিটার্নিং অফিসারের নিকট হতে ভােটগ্রহণ সংশ্লিষ্ট সকল উপকরণ (স্পর্শকাতর ও সাধারণ উপকরণসহ) যাচাই করে গ্রহণ করা এবং ভােটকক্ষ ভিত্তিক বিতরণ করা; 

৬. ভােটগ্রহণের দিন যথাসময়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে নির্বাচনি উপকরণাদি সরবরাহ করা; 

৭. ভােটার তালিকাতে নাম আছে শুধুমাত্র এমন ভােটারগণকে যাতে ভােট প্রদানের অনুমতি দেয়া হয়, তা নিশ্চিত করা; 

৮. ভােটগ্রহণ শুরু ও সমাপ্তির সকল প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা, তা নিশ্চিতকরা; 

৯. ব্যালট বাক্স যথাযথভাবে সিল করার বিষয়টি নিশ্চিত করা;

১০. ভােটের গােপনীয়তা নিশ্চিত করা;

১১. পােলিং এজেন্ট নির্বাচনি এজেন্ট, প্রার্থী এবং ভােটাররা যথাযথ আচরণ করছেন কিনা তা নিশ্চিত করা;

১২. ভােট গণনা করা এবং গণনার ফলাফল রিটার্নিং অফিসারের নিকট প্রেরণের জন্য বিবরণী প্রস্তুত করা; 

১৩. সংশ্লিষ্ট সকল ফরম পূরণ ও কার্যাবলী সম্পাদন করা; ফলাফল ঘােষণা ও সংশ্লিষ্ট সকল পােলিং এজেন্ট/নির্বাচনি এজেন্ট/ প্রার্থীকে ভােট গণনার অনুলিপি প্রদান করা; 

১৪. ভােটকেন্দ্রে গণনার বিবরণী টাঙিয়ে দেয়া; 

১৫. রিটার্নিং অফিসার এর দপ্তরে প্রেরণের জন্য ভােটগ্রহণের সকল উপকরণ নিরাপদ হেফাজতে রাখা এবং নির্দেশনা অনুযায়ী উপকরণাদি প্রেরণ করা; 

১৬. ভােটকেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা করা ও শুধুমাত্র অনুমােদিত ব্যক্তি ব্যতিত অন্য কারাে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা; 

১৭. জরুরি পরিস্থিতিতে প্রয়ােজন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা; 

১৮. ভােটকেন্দ্রে নিয়ােজিত নিরাপত্তা বাহিনীর প্রতি প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান করা; 

১৯. নির্বাচনি এজেন্ট/পােলিং এজেন্ট, পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের পরিচয় নিশ্চিত হয়ে ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করা; 

২০. সকল কার্যপ্রণালি সঠিকভাবে ও আইনানুগ পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে কিনা, তা নিশ্চিত করতে ভােটগ্রহণ ও গণনার সময় সকল প্রক্রিয়া অনুসরণ ও তত্ত্বাবধান করা; 

২১. রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের টেলিফোন নম্বর ও যােগাযােগের জন্য প্রয়ােজনীয় অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য রাখা এবং প্রয়ােজন অনুসারে তাদের সাথে যােগাযােগ করা; 

২২. ভােটগ্রহণ সম্পর্কিত সকল কর্মকান্ড তত্ত্বাবধান ও তদারকি করা;

নির্বাচন অনুষ্ঠানের জন্য সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব

ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার নিজের দায়িত্ব পালনসহ ভােটকক্ষ পরিচালনা ও কক্ষের অভ্যন্তরে সকল কর্মকাণ্ড তত্ত্বাবধানের দায়িত্বে নিয়ােজিত থাকেন।

সহকারী প্রিজাইডিং অফিসার

১. ভােটকক্ষের অভ্যন্তরে সার্বিক শৃঙ্খলা রক্ষা করা;

২. ভােটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য সহকর্মীদের সাথে যােগাযােগ স্থাপন করা;

৩. পােলিং অফিসারদের কর্মকাণ্ড তত্ত্বাবধান করা;

৪. ভােটগ্রহণ কাজে নিয়ােজিত পােলিং অফিসার ছাড়াও ভােটগ্রহণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের কার্যাবলী তত্ত্বাবধান করা;

৫. দিনব্যাপি সকল প্রক্রিয়া অনুসরণ করা এবং সকল বিষয়ের প্রতি দৃষ্টি রাখা। বিশেষ করে ভােট গ্রহণ প্রক্রিয়াতে নির্ধারিত সকল পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করা। এছাড়াও প্রিজাইডিং অফিসারের নির্দেশাবলী অনুসরণ নিশ্চিত করা;

৬. ভােটকক্ষের দায়িত্বপ্রাপ্ত সকল ভােটগ্রহণ কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তি যেমন পােলিং এজেন্ট, নির্বাচনি এজেন্ট, পর্যবেক্ষকসহ সকলের পরিচয়পত্র দৃশ্যমানভাবে পরিধান বা ঝুলানাে থাকা নিশ্চিত করা;

৭. ভােটকক্ষের জন্য সরবরাহকৃত সকল ব্যালট পেপারের হিসাব রক্ষণের দায়িত্ব পালন করা এবং ভােটকক্ষে ব্যবহারের জন্য প্রদত্ত সকল ফরম সঠিকভাবে পূরণ করা;

৮. নির্ধারিত সময়ে ভােটকক্ষে ভােটগ্রহণ শুরু ও শেষ করার দায়িত্ব পালন করা এবং প্রস্তুতিগ্রহণ ও সমাপ্তকরণ কর্মকাণ্ড সঠিকভাবে সম্পন্ন নিশ্চিত করা;

৯. ভােটকক্ষে ভিড় সৃষ্টি রােধ করতে পর্যবেক্ষক, পােলিং এজেন্ট ও গণমাধ্যমের সহজ চলাচল নিশ্চিত করা;

১০. প্রিজাইডিং অফিসারের নিকট হতে ভােটগ্রহণ সংশ্লিষ্ট সকল উপকরণাদি (স্পর্শকাতর ও সাধারণ উপকরণসহ) যাচাই করে গ্রহণ করা এবং প্রয়ােজন অনুসারে বণ্টন ও ব্যবহার করা;

১১. ভােটকক্ষে ভােটগ্রহণের জন্য প্রয়ােজনীয় পর্যাপ্ত সংখ্যক উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা এবং অতিরিক্ত উপকরণের প্রয়ােজন হলে প্রিজাইডিং অফিসারকে অবহিত করা;

১২. ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ সকল উপকরণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভােটগ্রহণ শেষে নির্বাচনি উপকরণাদির প্যাকেটজাতকরণে নির্ধারিত কার্যপ্রণালি অনুসরণ করা;

১৩. যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক ভােটারকে ব্যালট পেপার ইস করা এবং ভােটার যেন ব্যালট নির্ধারিত ব্যালট বাক্সে ফেলেন তা নিশ্চিত করা;

১৪. সমস্যা ও অভিযােগের তাৎক্ষণিকভাবে সুরাহা করা;

১৫. কক্ষে কোন রাজনৈতিক প্রচারণামূলক উপকরণ বা এ জাতীয় কিছু যেন না থাকে, তা নিশ্চিত করা;

১৬. ভােটগ্রহণকালে কোনাে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে তা লিপিবদ্ধ করা এবং প্রিজাইডিং অফিসারকে তা তাৎক্ষণিকভাবে অবহিত করা;

১৭. নির্ধারিত সময় অন্তর অন্তর কক্ষে প্রদত্ত ভােট সংখ্যা/ইস্যুকৃত ব্যালট সংখ্যা প্রিজাইডিং অফিসারকে জানানাে;
প্রিজাইডিং অফিসারকে ভােটগ্রহণ শুরু ও শেষ করার সময় এবং ভােটকক্ষের অন্যান্য বিষয়ের তথ্য অবহিত করা;

ভােটকক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে পােলিং অফিসারগণের দায়িত্ব

নির্বাচনি কেন্দ্রে ভোটগ্রহণ ও নির্বাচন পরিচালনায় ভােটকক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে পােলিং অফিসারগণের দায়িত্ব গুলো জেনে রাখা উচিত।

ভােটকক্ষে ভােটারের লাইন নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে পােলিং অফিসারের দায়িত্বঃ

১. ভােটকক্ষের প্রবেশ পথে সকল ভােটার যেন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন তা কেন্দ্রে নিয়ােজিত আইন শৃঙ্খলা
বাহিনীর সহায়তায় নিশ্চিত করা;

২. অপেক্ষমান ভােটারদের জন্য যথাসম্ভব আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা – যেমন ছায়াযুক্ত স্থানে সারিবদ্ধভাবে দাঁড়ানাের
ব্যবস্থা করা;

৩. সকল ভােটারকে তাদের ভােটার স্লিপ প্রদর্শনের জন্য অনুরােধ করা;

৪. ভােটারদের ভােটকক্ষে একজন একজন করে প্রবেশ নিশ্চিত করা;

৫. কোনাে ভােটার ভােটকক্ষে প্রবেশের পর প্রথমেই তার পরিচয় নেয়া এবং এ কক্ষের ভােটার তালিকায় তার নাম আছে কিনা তা নিশ্চিত হওয়া;

৬. ভােটার তালিকায় ভােটারের ক্রমিক নম্বর যাচাই করা;

৭. ভােটার তালিকায় ছবির সাথে সংশ্লিষ্ট ভােটারের চেহারা মিলিয়ে দেখা এবং ভােটার তালিকার অন্যান্য তথ্য যাচাই করা। সবকিছু ঠিক থাকলে হাতের আঙ্গুলে অমােচনীয় কালির দাগ আছে কিনা, তা পরীক্ষা করা ও কালির দাগ লাগানাের জন্য পরবর্তী পােলিং অফিসারের নিকট প্রেরণ করা;

৮. হাতের আঙ্গুলে অমােচনীয় কালির দাগ লাগানাে হলে উচ্চ স্বরে ভােটারের ক্রমিক নম্বর ও নাম উচ্চারণ করা, যাতে উপস্থিত পােলিং এজেন্টরা ও সহকারী প্রিজাইডিং অফিসার শুনতে পায় এবং ভােটার তালিকাতে ভােটার ক্রমিক নম্বরে টিক চিহ্ন দেয়া যাতে বােঝা যায় যে, তাঁকে ব্যালট পেপার দেয়া হয়েছে;

৯. শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক, শারীরিকভাবে অসমর্থ, সন্তান সম্ভবা প্রমুখ ভােটারদের ভােট প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকারের বিষয়টি লক্ষ রেখে তাদের সহায়তা করা;

১০. ভােটকক্ষে ভােটারের ভিড় সৃষ্টি হতে না দেয়া;

অমােচনীয় কালির দাগ প্রদানে পােলিং অফিসারের দায়িত্ব

অমােচনীয় কালির দাগ প্রদানে পােলিং অফিসারের দায়িত্ব

১. ভােটারের হাতের আঙ্গুলে অমােচনীয় কালির দাগ আছে কিনা, তা পরীক্ষা করা (আঙ্গুলে অমােচনীয় কালির দাগের উপস্থিতির অর্থ উক্ত ভােটার ইতােমধ্যেই ভােট দিয়েছেন এবং তিনি আর ভােট দিতে পারবেন না। তাই তাকে ব্যালট পেপার দেয়া যাবে না);

২. ভােটারের আঙ্গুলে অমােচনীয় কালির দাগ দেয়া (আঙ্গুলে অমােচনীয় কালির দাগ লাগানাে বাধ্যতামূলক);

৩. ভােটারকে ব্যালট পেপার গ্রহণের জন্য সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট প্রেরণ করা;

ব্যালট পেপার সরবরাহের ক্ষেত্রে সহকারী প্রিজাইডিং অফিসার নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করবেন

১. প্রাপ্ত ব্যালট পেপারসমূহ সার্বক্ষণিকভাবে সুরক্ষিত রাখা;

২. পােলিং অফিসারের নিকট থেকে শােনামাত্র প্রতিটি (প্রত্যেক পদের জন্য ০১টি করে ০৩ পদের জন্য ০৩ টি) ব্যালট পেপারের
মুড়িপত্র অংশের সামনের দিকে নির্ধারিত স্থানে ভােটার তালিকায় প্রদত্ত ভােটারের ক্রমিক লেখা;

৩. ভােটারকে ব্যালট পেপার দেয়ার পূর্বে উক্ত প্রতিটি ব্যালট পেপারের মুড়িপত্র অংশের সামনের দিকে সরকারি (অফিসিয়াল)
সিলমােহর দেয়া এবং নির্ধারিত স্থানে ভােটারের স্বাক্ষর অথবা টিপসই নেয়া;

৪. এরপর প্রতিটি ব্যালট পেপারের পিছনের দিকে সরকারি (অফিসিয়াল) সিলমােহর দেয়া এবং সহকারী প্রিজাইডিং অফিসার
কর্তৃক অনুস্বাক্ষর করা;

৫. স্ট্যাম্প প্যাডে যেন পর্যাপ্ত কিন্তু অতিরিক্ত কালি না থাকে সেদিকে লক্ষ রাখা;

৬. ভােটকক্ষে সকাল ৬ টার মধ্যে সকল প্রস্তুতি শেষ করা, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ভােটগ্রহণ শুরু করা যায়;

৭. যদি ভােটার জানতে চান ব্যালটে কিভাবে মার্কিং সিল দিতে হবে, সে বিষয়ে ভােটারকে নিরপেক্ষ পরামর্শ দেয়া। ভােটারের পছন্দকে কোনভাবেই প্রভাবিত করা যাবেনা। ভােটার কিভাবে প্রতীকে মার্কিং সিল দিবেন শুধু সে বিষয়টি ব্যাখ্যা করবেন।
ব্যালট পেপারে সিল মারার পর ভােটার কিভাবে ব্যালটটি ভাজ করবেন তা তাকে দেখিয়ে দেয়া;

৮. ভােটারকে ব্যালট পেপার প্রদানের পর তাঁকে গােপন কক্ষে যাওয়ার দিক দেখিয়ে দেয়া;

ব্যালট পেপার সরবরাহের ক্ষেত্রে সহকারী প্রিজাইডিং অফিসার নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করবেন

ব্যালট বাক্স তত্ত্বাবধানে নিয়ােজিত সকল ভােটগ্রহণ কর্মকতা (সহকারী প্রিজাইডিং অফিসার ও পােলিং অফিসারসহ) নিম্নোক্ত দায়িত্বসমূহ পালন করবেন

১. ব্যালট বাক্সের দিকে সতর্ক দৃষ্টি রাখা এবং ব্যালট বাক্সের আশেপাশে একসাথে একজনের বেশি ভােটারকে যেতে অনুমতি না দেয়া;

২. ভােটারের হাতে যেন সহকারী প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত ব্যালটই থাকে তা নিশ্চিত করা;

৩. ব্যালটসমূহ ব্যালট বাক্সে ফেলার পরে ভােটারকে তাৎক্ষণিকভাবে ভােটকক্ষ ত্যাগ করতে বলা। সেই সাথে লক্ষ রাখা, কোনাে
ভােটার যেন ব্যালট পেপার নিয়ে বাইরে না যায়;

৪. ভােটারদের এ মর্মে সতর্ক করে দেয়া যে, ব্যালট পেপার ভােটকক্ষের বাইরে নিয়ে যাওয়া শাস্তিযােগ্য অপরাধ। ভােটারকে অবশ্যই ব্যালট নির্ধারিত বাক্সে ফেলতে হবে;

৫. ব্যালট বাক্সটি মাঝে মাঝে ঝাকি দেয়ার ব্যবস্থা করা, যাতে উক্ত বাক্সে আরাে অধিক সংখ্যক ব্যালট পেপার ধরানাে যায়;

নির্বাচন অনুষ্ঠানের জন্য ভােটগ্রহণ কর্মকর্তাগণের সাধারণ দায়িত্ব-কর্তব্য

১. নির্বাচনি কর্মকর্তাদের জন্য আচরণবিধি অনুযায়ী সর্বদা নিরপেক্ষ আচরণ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত
করতে নিরপেক্ষ আচরণ করা জরুরি;

২. নির্ধারিত কার্যপ্রণালি অনুসরণ এবং সঠিক ও নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করতে হবে; সবসময় নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র দৃশ্যমানভাবে পরিধান করে থাকতে হবে;

৩. সকাল ৬.০০ টার পূর্বেই প্রস্তুতি শেষ করবেন, যাতে নির্ধারিত সময়ে ভােটগ্রহণ শুরু করা যায়;

৪. নির্বাচনি মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে;

৫. ভােটারদেরকে নিষ্ঠা ও বিনয়ের সাথে সেবা প্রদান করতে হবে;

৬. ভােটগণনা শেষে নির্বাচনি মালামাল গােছানাের কাজ সম্পন্ন করতে হবে;

৭. ভােটকেন্দ্র ত্যাগের পূর্বে নির্বাচনি কোন মালামাল কক্ষে/কেন্দ্রে যেন থেকে না যায়, তা নিশ্চিত করতে হবে;

নির্বাচন অনুষ্ঠানের জন্য ভােটকেন্দ্রে নিয়ােজিত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও দায়িত্ব

নির্বাচন অনুষ্ঠানের জন্য ভােটকেন্দ্রে নিয়ােজিত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও দায়িত্ব

১. কেন্দ্রে নিয়ােজিত আইন শৃঙ্খলা বাহিনী ও ভােটগ্রহণের পূর্বের দিন মালামাল গ্রহণের আগেই ভােটকেন্দ্রে নিয়ােজিত আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট রিপাের্ট করবেন;

২. ভােটকেন্দ্রে নিয়ােজিত আইন শৃঙ্খলা বাহিনী ভােটকেন্দ্রের ভিতরে অবস্থান করে প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসারে ভােটকেন্দ্রের নিরাপত্তা প্রদান করবেন;

৩. ভােটকেন্দ্রে নিয়ােজিত সকল ভােটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচনি কাজে ব্যবহৃত সকল মালামালের নিরাপত্তা নিশ্চিত করবেন;

৪. ভােটকেন্দ্রে ভােটকক্ষ ভিত্তিক সুশৃঙ্খলভাবে লাইনে দাড়ানাের ব্যাপারটি নিশ্চিত করবেন;

৫. প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসারে ভােটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী/ আইন বহির্ভূত কাজ করছে এমন কোন ভােটার বা ব্যক্তিকে অপসারণ করবেন। তবে উক্ত ব্যক্তি এ কেন্দ্রের ভােটার হলে তার ভােট প্রদানের বিষয়টি নিশ্চিত করবেন;

৬. নির্বাচন চলাকালীন সময়ে অপ্রত্যাশিত/অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রিজাইডিং অফিসারের নির্দেশনা অনুসারে মােকাবিলা করবেন;

৭. ভােটগণনার সময় গণনা কক্ষের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করবেন;

৮. নির্বাচনের দিন ভােটকেন্দ্রের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়ােজিত প্রধান কর্মকর্তা মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন। আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়ােজিত অন্যান্য সদস্যবৃন্দ কেউ ভােটকেন্দ্রে মােবাইল ফোন ব্যবহার করতে পারবেন না;

৯. ভােটগ্রহণ শুরুর পূর্বে, ভােটগ্রহণ চলাকালে ও ভােটগ্রহণ শেষে নির্বাচনি উপকরণাদির নিরাপত্তা প্রদান করবেন;

১০. নির্বাচনের পূর্বের দিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভােটকেন্দ্রে নির্বাচনি মালামাল পৌছানাে এবং নির্বাচনের শেষে ভােটকেন্দ্র থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় পর্যন্ত নির্বাচনি উপকরণসমূহ পরিবহনের সময় এসকল উপকরণের নিরাপত্তা প্রদান করবেন। আইন শৃঙ্খলা বাহিনী কোনােভাবেই ভােটগ্রহণ প্রক্রিয়াতে হস্তক্ষেপ বা প্রভাবিত করতে পারবেন না।

শিক্ষা, সংস্কৃতি, ব্যবসায়, চাকরি সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

সংশ্লিষ্ট তথ্য

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button