Update

বেশিরভাগ শিক্ষার্থীর জন্মনিবন্ধন ইংরেজি ভার্সন অনলাইনে নেই

দেশের শিক্ষার্থীদের একটি ইউনিক পোর্টাল তৈরীর লক্ষ্যে ইতোমধ্যে ব্যানবেইস কর্তৃক নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে ইউনিক আইডি এর কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ। কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীর জন্মনিবন্ধন ইংরেজি ভার্সন অনলাইনে নেই বিদায় অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনার শিকার হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

ইউনিক আইডি কার্ড পূরণ করার জন্য শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন এর নম্বর এন্ট্রি করার পর স্বয়ংক্রিয়ভাবে জন্মনিবন্ধন সার্ভার থেকে ডেটা সংগ্রহ করে তথ্য পূরণ করা হয়। এক্ষেত্রে যে সকল শিক্ষার্থীদের ডাটা জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে ইংরেজিতে অন্তর্ভুক্ত করা নেই সে সকল শিক্ষার্থীদের তথ্য এটি করা সম্ভব হচ্ছে না।

দেশের বেশিরভাগ ইউনিয়ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকগণ ইউনিক আইডি কার্ডের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি নিশ্চিত করার ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেইসাথে শিক্ষার্থীদের জন্মনিবন্ধনের পিতা-মাতার তথ্যের সাথে মিল না থাকায় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপনী সনদের সাথে মিল না থাকায় শিক্ষকগণ ঝামেলার সম্মুখীন হচ্ছেন।

ইউনিয়ন পরিষদে শিক্ষার্থীদের খুব সহজে জন্ম নিবন্ধন প্রদান করার বিষয়ে নির্দেশনা থাকলেও শিক্ষার্থী ও অভিভাবকরা সেখানে নানা রকম বিড়ম্বনা ও হয়রানির শিকার হচ্ছেন।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের গৃহীত ইউনিক আইডি কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক হয়ে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সংক্রান্ত সমস্যা খুব সহজেই সমাধান করার বিষয়ে অভিভাবক ও শিক্ষকরা সহযোগিতা কামনা করেছেন।

অনলাইনে শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড এর তথ্য প্রদানের ক্ষেত্রে অনলাইনে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ এর ইংরেজি তথ্য থাকাটা জরুরি। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সহজভাবে কাজটি সম্পন্ন করার অনুরোধ শিক্ষার্থী ও অভিভাবকদের।

নিচের ছবিতে অনলাইনে শিক্ষার্থীর তথ্য গড়মিল থাকার একটি চিত্র তুলেধরা হলো-

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য খেয়ালী ডট কম এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

বেশিরভাগ শিক্ষার্থীর জন্মনিবন্ধন ইংরেজি ভার্সন অনলাইনে নেই সংক্রান্ত খবরটি সকলের সুবিদার্থে শেয়ার করে দিন। আপনার শেয়ারে হয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে।

সংশ্লিষ্ট তথ্য

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button