Dainik Shiksha

ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সম্প্রতি ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের নির্দেশনা প্রদান করেছে। ২১ নভেম্বর ২০২২ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অধিদপ্তরের অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়।

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতাভুক্ত “পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” স্কিমের আওতায় “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান” প্রদানের লক্ষ্যে আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি এখানে দেওয়া হল।

বিষয়: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শীর্ষক স্কিমের আওতায় স্কুল/মাদ্রাসা/ কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG) প্রদানের লক্ষ্যে আবেদনকৃত প্রতিষ্ঠানের তথ্য EMIS এর মেসেজ কমিউনিকেশন সিস্টেম এ প্রেরণ এবং এ সংক্রান্ত দিক নির্দেশনামূলক অনলাইন সভা প্রসঙ্গে;

১। পিবিজিএসআই/এসইডিপি/মাঠপর্যায়ে যোগাযোগ/১৮/২০২১/৩৩৬ তারিখ: ১২.১০,২০২২খ্রি.
২। পিবিজিএসআই/এসইডিপি/মাঠপর্যায়ে যোগাযোগ/১৮/২০২১/৩৪৭ তারিখ: ২৫.১০.২০২২খ্রি.
৩ । পিবিজিএসআই/এসইডিপি/মাঠপর্যায়ে যোগাযোগ/১৮/২০২১/৩৭২ তারিখ: ০৯.১১,২০২২খ্রি.

ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের নির্দেশ

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)”

স্কিমের আওতায় “স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG / MMAG/GBAG)” প্রদানের লক্ষ্যে অপারেশন ম্যানুয়াল অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান তালিকার হার্ডকপি প্রস্তুতপূর্বক ৩০/১১/২০২২ তারিখের মধ্যে স্কিম দপ্তরে প্রেরণের জন্য সূত্রোন্থ স্মারকে ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য পিবিজিএসআই স্কিম কর্তৃক প্রেরিত এক্সেল শিটে ইনপুট দিয়ে তার সফট কপি জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন এবং পূরণকৃত এক্সেল শিট প্রিন্ট করে কমিটির স্বাক্ষর ও সীল দিয়ে সভার রেজুলেশনসহ হার্ডকপি জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন।

জেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্ট জেলার সবগুলো উপজেলা থেকে প্রাপ্ত সফটকপি (এক্সেল শিট) কমপাইল করে একটি ফাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS-এর মেসেজ কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে পিবিজিএসআই স্কিমে প্রেরণ করবেন।

এছাড়া প্রাপ্ত হার্ড কপিসমূহ যাচাইপূর্বক রেজুলেশনসহ আগামী ৩০/১১/২০২২ খ্রি. তারিখের মধ্যে স্কিম দপ্তরে (রুম নম্বর -৭০৮, শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-১০০০ ) অগ্রায়ন করবেন।

EMIS এর মেসেজ কমিউনিকেশন সিষ্টেমে তথ্য প্রেরণের লক্ষ্যে দিক নির্দেশনামূলক একটি অনলাইন সভা আগামী ২৩/১১/২০২২ খ্রি. তারিখ সকাল ১০.০০ -১১.০০ টা ঢাকা, ময়মনসিংহ রাজশাহী ও খুলনা বিভাগ এবং দুপুর ১২.০০-১.০০ টা চট্টগ্রাম, সিলেট রংপুর ও বরিশাল বিভাগের সকল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক) ও পরিচালকদের অংশগ্রহণে জুম প্লাটফর্মে আয়োজন করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মহোদয় অংশগ্রহণের সদয় সম্মতি জানিয়েছেন।

অনলাইন সভার ID ও Passward সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের নিকট যথাসময়ে প্রেরণ করা হবে।

নিচের ছবিতে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের নির্দেশনাটি দেখুন

আপনি চাইলে ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রেরণের নির্দেশ পিডিএফ ডাউনলোড করতে পারেন। নিচের বাটনে ক্লিক করুন-

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button