ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ
এবার জানবো ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ সম্পর্কে। প্রিজাইডিং অফিসার ভােটকেন্দ্রে ভােটারদের প্রবেশ নিয়ন্ত্রণ করবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট ভােটকক্ষে ভােটারদের প্রবেশ নিয়ন্ত্রণ করবেন। নিম্নলিখিত ব্যক্তিবর্গ ভােটকেন্দ্রে/ভােটকক্ষে প্রবেশ ও ভােটগ্রহণ কর্মকর্তা- পর্যবেক্ষণ করার জন্য অনুমতিপ্রাপ্ত।
ভােটকেন্দ্রের ভিতরে সকল ব্যক্তিকে অবশ্যই সার্বক্ষণিকভাবে তাদের নির্বাচন কমিশন কতৃক প্রদত্ত পরিচয়পত্র বুকে ঝুলিয়ে রাখতে হবে এবং অনুমােদনের অতিরিক্ত প্রমাণ হিসেবে তাদের নিয়ােগপত্রের/অনুমােদনের কপি বহন করতে হবে।
ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ
১. সংশ্লিষ্ট কেন্দ্রের ভােটারগণ;
২. সংশ্লিষ্ট কেন্দ্রের ভােটগ্রহণ কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচনে কর্তব্যরত কোন ব্যক্তি;
৩. পােলিং এজেন্টবৃন্দ (প্রত্যেক প্রার্থীর জন্য প্রতি ভােটকক্ষে একজন করে শুধুমাত্র নির্দিষ্ট ভােটকক্ষে দায়িত্ব পালনের জন্য);
৪. প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনি এজেন্ট (তারা ভােটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন তবে কোন প্রকার প্রচারণা
চালাতে পারবেন না);
৫. সংশ্লিষ্ট ভােটকেন্দ্রে নিয়ােজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ;
৬. নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমােদিত পর্যবেক্ষক এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ;
৭. নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমােদিত ব্যক্তি/ কর্মকর্তা;
৮. প্রিজাইডিং অফিসার যদি আহ্বান করেন তাহলে মােবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সে নিয়ােজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ;
পর্যবেক্ষক, নির্বাচনি এজেন্ট/পােলিং এজেন্ট, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যদেরকে ভােটকেন্দ্রে উপস্থিত হওয়া মাত্র প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে হবে।
প্রিজাইডিং অফিসার তাদের পরিচয়পত্র/প্রত্যয়নপত্রসমূহ (ক্ষেত্রবিশেষে অনুমােদনের কাগজপত্রসহ) যাচাই করবেন, এবং এরপর তিনি তাদেরকে ভােটকেন্দ্রে প্রবেশ, কার্যাবলী ও পর্যবেক্ষণের অনুমতি দিতে পারেন।
পর্যবেক্ষক ও নির্বাচনি এজেন্ট/পােলিং এজেন্টদের ভূমিকা
নির্বাচনি প্রক্রিয়াতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনয়নে পর্যবেক্ষক, নির্বাচনি এজেন্ট ও পােলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পর্যবেক্ষকবৃন্দ অনুমােদিত স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সদস্য। পােলিং এজেন্টবৃন্দ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুমােদিত প্রতিনিধি।
নির্বাচনি এজেন্ট
এজেন্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নিয়ােজিত কোনাে ব্যক্তি যার একজন প্রার্থীর মতাে সকল যােগ্যতা আছে (যেমন অন্যূন ২৫ বছর বয়সী)।
প্রার্থীর মত নির্বাচনি এজেন্টও (যদি প্রার্থী নিয়ােগ না দেন) ভােটকেন্দ্রের প্রতিটি ভােটকক্ষের জন্য অনধিক একজন পােলিং এজেন্ট নিয়ােগ করতে পারবেন।

ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ : পােলিং এজেন্ট
নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে, তা নিশ্চিত করতে পােলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট প্রত্যেক ভােটকেন্দ্রের প্রতিটি ভােট কক্ষের জন্য সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ত অনধিক একজন করে পােলিং এজেন্ট নিয়ােগ করতে পারবেন এবং প্রিজাইডিং অফিসারের নিকট ভােটগ্রহণ শুরু হওয়ার পূর্বে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার নির্বাচনি এজেন্ট উক্ত ভােটকেন্দ্রের জন্য নিয়ােগকৃত পােলিং এজেন্টের ১ (এক) কপি ছবিসহ নিয়ােগপত্র তফসিল-১ এর ফরম ‘জ-১’ এ দাখিল করবেন।
সহকারী প্রিজাইডিং অফিসার ফরম- “জ-২” অনুসারে পােলিং এজেন্টের উপস্থিতির রেকর্ড রাখবেন। পােলিং এজেন্টগণ উল্লিখিত নিয়ােগপত্র (ফরম ‘জ-১’) ছাড়াও জাতীয় পরিচয়পত্র সংগে রাখবেন এবং ভােটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত সহকারী প্রিজাইডিং অফিসারের অনুমতি ব্যতিরেকে ভােটকক্ষ এবং প্রিজাইডিং অফিসারের অনুমতি ব্যতিরেকে ভােটকেন্দ্র ত্যাগ করতে পারবেন না।
প্রত্যেক পােলিং এজেন্টকে কমিশন কর্তৃক নির্ধারিত এবং প্রার্থী কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নমুনার কাপড়ের তৈরি বাহুবন্ধনী বা আর্মড ব্যান্ড রাখতে হবে।
ফলাফল গণনাকালে প্রত্যেক প্রার্থীর ১ (এক) জন পােলিং এজেন্ট ভােট গণনা কক্ষে উপস্থিত থাকতে পারবেন এবং ভােট গণনাকালে কোন পােলিং এজেন্ট উপস্থিত থাকবেন তাহা ফরম-জ-১’ অনুসারে ভােট গণনার পূর্বেই প্রিজাইডিং অফিসারকে জানিয়ে দিতে হবে।
পােলিং এজেন্ট নিম্নোক্ত কর্মকাণ্ডের জন্য অনুমতিপ্রাপ্ত
১. ভােটকক্ষে সর্বদা নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত পরিচয় পত্র বুকে ঝুলিয়ে
রেখে নির্ধারিত স্থানে উপবিষ্ট থাকবেন;
২. খালি ব্যালট বাক্স সিল করার পূর্বে সুেগলাে পরীক্ষা করবেন এবং সিল/লক নম্বর লিপিবদ্ধ করতে পারবেন;
৩. তার কাছে রক্ষিত ছবি ছাড়া ভােটার তালিকায় ভােটারের ক্রমিক নম্বর এর পাশে টিক চিহ্ন দিবেন;
৪. ব্যালট পেপারের মােট সংখ্যা ও ক্রমিক নম্বর এবং অন্যান্য স্পর্শকাতর উপকরণ যথাযথ আছে কিনা তা দেখতে পারবেন;
৫. ব্যালট সরবারাহ করা ও সেগুলােতে সরকারি (অফিসিয়াল) সিলমােহর প্রদান পর্যবেক্ষণ করতে পারবেন;
৬. ভােটগণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন (প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ০১ জন করে পােলিং এজেন্ট, যা ভােটগ্রহণের শুরুতেই নির্ধারণ করে দিতে হবে);
৭. ভােট গণনার বিবরণী এবং অন্যান্য ফরম ও প্যাকেটে স্বাক্ষর করবেন;
৮. কোনাে অভিযােগ থাকলে তা পেশ করতে পারবেন;
৯. ভােট গণনার বিবরণী বা ফলাফলের কপি সংগ্রহ করতে পারবেন;
পােলিং এজেন্ট নিম্নোক্ত কর্মকাণ্ডের জন্য অনুমতিপ্রাপ্ত নয়
১. ভােটগ্রহণ কর্মকর্তাদের কাজে বাধাদান বা হস্তক্ষেপ;
২. গােপনকক্ষে ভােটার কর্তৃক ব্যালটে ছাপ দেয়া অবলােকন;
৩. কোনাে প্রার্থী বা রাজনৈতিক দলের লােগাে বা প্রতীক বহন বা ধারণ;
৪. কোনােভাবে কোনাে প্রার্থীর বা রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন বা প্ররােচনা দান;
৫. ভােটকক্ষে কোনােভাবে ভােটারদের সাথে কথা বলা, ইশারা/ ইঙ্গিত করা কিংবা এমন কোন আচরণ করা, যা ভােটারদের পছন্দকে প্রভাবিত করে;
৬. ভােটগ্রহণ শেষ হবার পূর্ববর্তী এক ঘন্টা হতে ভােটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোন অবস্থাতেই ভােটকক্ষ ত্যাগ করা;
আপত্তি উত্থাপন
এজেন্টবৃন্দ তাদের কোনাে আপত্তি থাকলে প্রিজাইডিং অফিসার/সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট উপস্থাপন করতে পারবেন। প্রিজাইডিং অফিসার/ সহকারী প্রিজাইডিং অফিসার যুক্তিসঙ্গত আপত্তিসমূহ আইন ও বিধি অনুসারে নিষ্পত্তি করবেন।
এছাড়াও, পােলিং এজেন্ট বা নির্বাচনি এজেন্ট বা প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে লিখিতভাবে রিটার্নিং অফিসার এর নিকট আপত্তি উত্থাপন করতে পারবেন।
পােলিং এজেন্ট বা নির্বাচনি এজেন্ট বা প্রার্থী নিম্নবর্ণিত কোন কারণে কোন ভােটার সম্পর্কে প্রিজাইডিং অফিসারের নিকট আপত্তি দাখিল করতে পারবেনঃ
ক. যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সে ইউনিয়ন পরিষদের ভােটার তালিকায় উক্ত ভােটারের নাম নাই; বা
খ. যে তালিকায় ভােটার হিসাবে উক্ত ব্যক্তির নাম রয়েছে বলে তিনি দাবী করছেন, তা মিথ্যা; বা
গ. উক্ত ভােটার পূর্বে ভােট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার উক্ত আপত্তির শুনানী গ্রহণ করে তার উপর সিদ্ধান্ত প্রদান করবেন এবং উক্তরূপ সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
যদিও পােলিং এজেন্টবৃন্দ ভােটকেন্দ্রে অনুসৃত কার্যপ্রণালি সম্পর্কে এবং কোনাে অনিয়ম সংঘটিত হলে সে বিষয়ে সহকারী প্রিজাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কিন্তু তারা ভােটগ্রহণ প্রক্রিয়াতে কোনাে প্রকার হস্তক্ষেপ করতে পারবেন না, অথবা সহকারী প্রিজাইডিং অফিসার বা কোনাে ভােটগ্রহণ কর্মকর্তার বিষয়ে আপত্তি পেশ করতে পারবেন না।
কোনাে এজেন্ট যদি যথাযথ আচরণ না করেন, তাহলে সহকারী প্রিজাইডিং অফিসার তাঁকে সতর্ক করে দিতে পারেন।
ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ : নির্বাচনি পর্যবেক্ষক
নির্বাচন কমিশন কর্তৃক অনুমােদিত স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ নির্বাচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক সরবরাহকৃত পরিচয়পত্র বহনকারী পর্যবেক্ষকরা ভােটকেন্দ্রে/ কক্ষে ভােটগ্রহণসহ নির্বাচনের অন্যান্য বিষয়াদি সুবিধামত ও যৌক্তিক সময়ের জন্য পর্যবেক্ষণ করতে পারবেন।
তবে তিনি সার্বক্ষণিকভাবে সেখানে অবস্থান করতে পারবেন না। নির্বাচনি পর্যবেক্ষকবৃন্দ ভােটকেন্দ্রে/ভােটকক্ষে অবস্থানের সময় অনুমােদিত পরিচয়পত্র পরিধান করে থাকবেন।

নির্বাচনি পর্যবেক্ষক নিম্নোক্ত কর্মকাণ্ডের জন্য অনুমতিপ্রাপ্ত
ক. খালি ব্যালট বাক্স এবং তা সিল (লক) করার প্রক্রিয়া অবলােকন করতে পারবেন;
খ. ব্যালট প্রদান ও সেগুলােতে সরকারি (অফিসিয়াল) সিলমােহর দেয়া পর্যবেক্ষণ করতে পারবেন;
গ. ভােটগণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন;
নির্বাচনি পর্যবেক্ষক নিম্নোক্ত কর্মকাণ্ডের জন্য অনুমতিপ্রাপ্ত নয়
১. ভােটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে হস্তক্ষেপ;
২. গােপনকক্ষে প্রবেশ বা ভােটার কর্তৃক ব্যালটে ছাপ দেয়া অবলােকন; ও
৩. ভােটকেন্দ্রে/কক্ষে কোনােভাবে ভােটারদের সাথে কথা বলা, ইশারা/ ইঙ্গিত করা কিংবা এমন কোন আচরণ যা ভােটারদের পছন্দকে প্রভাবিত করে;
৪. অভিযােগ উত্থাপন, ভােটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে কোন মন্তব্য প্রদান এবং সার্বক্ষণিকভাবে সেখানে অবস্থান।
গণমাধ্যম প্রতিনিধিদের ভূমিকা
নির্বাচন পরিচালনা বিষয়ে জনসাধারণের নিকট প্রতিবেদন তুলে ধরতে গণমাধ্যম প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাজেই অনুমােদিত গণমাধ্যম প্রতিনিধিরা সমগ্র বাংলাদেশে যে কোনাে ভােটকেন্দ্র পরিদর্শনে যেতে পারেন।
কোনাে ভােটকেন্দ্র পরিদর্শনকালে গণমাধ্যম প্রতিনিধিদেরকে অবশ্যই নিয়মনীতি মেনে চলতে হবে।
নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমােদিত গণমাধ্যমের প্রতিনিধি ভােটগ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত না করে ভােটকক্ষেও প্রবেশ করতে পারবেন।
কিন্তু ভােটদান কক্ষ (গােপনকক্ষে) প্রবেশ করতে বা কোন ধরণের ছবি তুলতে বা ভিডিও ধারণ করতে পারবেন না। গণমাধ্যম প্রতিনিধিদের ভােটকেন্দ্রে সর্বদা অনুমােদিত পরিচয়পত্র পরিধান করে থাকতে হবে।

ভােটকেন্দ্রে প্রবেশের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এর মধ্যে গণমাধ্যম প্রতিনিধিদের জন্য অবশ্য পালনীয়
ক. গণমাধ্যম প্রতিনিধিরা ভােটদানের গােপনকক্ষে প্রবেশ করবেন না;
খ. তাঁরা ভােটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নির্দেশ মেনে চলবেন; ও
গ. গণমাধ্যম প্রতিনিধিগণ পর্যবেক্ষণ নীতিমালা ও কোড অব কন্ডাক্ট মেনে চলবেন।
শিক্ষা, সংস্কৃতি, ব্যবসায়, চাকরি সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।
আপনি আরও পছন্দ করতে পারেন:
- নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্ব ও কর্তব্য
- ভ্যাকসিন নেওয়া ছাড়া ক্লাস করতে পারবেনা শিক্ষার্থীরা
- ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কিত প্রাথমিক ধারণা