Update

শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম ১৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশ

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ কে শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম ১৬ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের কে একটি ডাটাবেজ এর আওতায় আনার জন্য ইউনিক আইডি কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য প্রয়োজনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে।

ব্যানবেইস কর্তৃক প্রদত্ত নির্ধারিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যথাযথ নিয়ম অনুযায়ী করে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে ব্যানবেইজ ইউনিক আইডি পোর্টালে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করতে হবে।

প্রকল্পটির পরিচালক প্রফেসর মোঃ শামসুল আলম স্বাক্ষরিত ১৬ জানুয়ারি ২০২২ তারিখের বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানদের প্রতি শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম ১৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনাটি জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়াধীন ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন Establishment of Integrated Educational Information Management System (IEIMS)” শীর্ষক প্রকল্পের আওতায় CRVS ব্যবস্থার আলােকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের UID প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রেরিত তথ্যহকের মাধ্যমে সংগৃহিত তথ্য Software এ Entry ও Upload এবং Software Login এর ID ও Password প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়-

ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন EIMS প্রকল্পের আওতায় CRVS ব্যবস্থার আলােকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের যষ্ঠ-দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের প্রোফাইল Database তৈরি ও UID প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে তথ্য পূরণের কার্যক্রম চলমান আছে। আগামী ১৭ জানুয়ারি ২০২২ তারিখ হতে Software এ Data Entry Upload শুরু হবে।

নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করে প্রতিষ্ঠান প্রধান User ID Create করবেন:

ক) প্রতিষ্ঠান প্রধান নিন্ম লিখিত Link ব্যবহার করে Data Entry কার্যক্রম গ্রহণ করবেনঃ www.banbeis.gov.bd তে প্রবেশ করে EIMS Menu ক্লিক করার পর ইউনিক আইডি লাইভ সার্ভার এ Click করে CRVs Institution login page পাবেন।

অথবা http://crvs-institute.banbeis.gov.bd/ তে Click করলে CRVs Institution Login page পাবেন।

খ) Software এ Entry ও Upload করার কাজে দায়িত্ব প্রদানকারী শিক্ষকদের জন্য User ID ও Password Create করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের System এ Login করার User ID ও Password নিম্নরুপ:

  • User Type: Admin
  • User ID: নিজ প্রতিষ্ঠানের EIIN
  • Password: 532688

প্রতিষ্ঠান প্রধান প্রয়ােজনে উল্লিখিত Password পরিবর্তন করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধান Admin হিসেবে সর্বাধীক ৫ (পাঁচ) জন User ID তৈরি করতে পারবেন। তবে তৈরিকৃত User দের ID ও Password কোনােভাবেই দায়িত্ব প্রাপ্ত শিক্ষক বাতীত হস্তান্তর যােগ্য নয়।

প্রতিষ্ঠান যে সকল User ID তৈরি করবেন সে সকল User গণ অনুচ্ছেদ ক-এ বর্নিত Link ব্যবহার করে Login Page পাবেন এবং Data Entry এর জন্য নিম্নলিখিত ধাপ অনুসরণ করবেন:

  • User Type: User
  • ID: প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত User ID
  • Password: প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত Password (User প্রয়ােজনে Password পরিবর্তন করতে পারবেন)

উল্লিখিত তথ্য পূরণসহ শিক্ষার্থীদের ইউনিক আইডি Data Entry Upload কার্যক্রম ১৬ ফেবুয়ারি ২০২২ তারিখের মধ্যে সমাপ্ত করার জন্য অনুরােধ করা হয়।

নিচের ছবিতে শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তিটি দেখুন

শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্যক্রম ১৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশ
বিজ্ঞপ্তি

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য খেয়ালী ডট কম এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

সংশ্লিষ্ট তথ্য

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button