ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২
২০২১ সালের মত ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রকাশিত হয়েছে। এই সপ্তাহে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ও গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট বা বাড়ীর কাজ দেওয়া হয়েছে। আজ তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ সমূহ নিয়ে আলোচনা করবো।
এখানে থাকবে এই বছর ২০২২ সালে ৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ, প্রশ্ন এবং মূল্যায়ন নির্দেশনাসমূহ যা তোমাদের প্রথম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণি প্রথম এসাইনমেন্ট ২০২২ সমাধান করতে সহযোগিতা করবে।
ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা
৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ নেওয়া হয়েছে পাঠ্য বইয়ের মিনু গল্প থেকে। শিক্ষার্থীরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি ভালােবাসার পরিচয় দিতে পারবে এবং মিনু গল্পের অন্যন্য বিষয়ে শিক্ষা অর্জন করে এই এ্যাসাইনমেন্ট লিখতে হবে।
এখানে তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা বিস্তারিত দেওয়া হল। এগুলো অনুসরণ করে খুব সহজে ডাউনলোড করতে পারবে এবং ব্যবহার করতে পারবে।
বিষয় | নম্বর | অ্যাসাইনমেন্ট শিরোনাম | মোট মার্ক |
বাংলা | ০১ | বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয় | ১০ |
নিচের ছবিতে ৬ষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২ দেওয়া হল-

অ্যাসাইনমেন্ট শিরােনামঃ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়
নির্দেশনাঃ পাঠ্যবই থেকে ‘মিনু গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে। এক্ষেত্রে তোমরা চাইলে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ৮১ পৃষ্ঠার ‘বাংলাদেশের শিশু অধিকার’ অধ্যায়টি পড়ে নিতে পারাে।
কাজের ধাপঃ
ক. প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে।
খ. তুমি কী কী পারাে আর কী কী পারাে, তার তালিকা করতে হবে।
গ. বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধাগুলাে চিহ্নিত করতে হবে।
ঘ. প্রতিবন্ধী মানুষের জন্য কী করা যায় তার উল্লেখ করতে হবে।
ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ গণিত
বাংলার সাথে তোমাদের গণিত পাঠ্য বইয়ের ১ম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে ১নং নির্ধারিত কাজ দেওয়া হয়েছে। এটি সম্পন্ন করতে গিয়ে তোমরা স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে পারবে, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে পড়তে পারবে;
মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে এবং ২, ৩, ৪, ৫, ৯ দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, স্বাভাবিক সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু নির্ণয় করতে পারবে;
বিষয় | নম্বর | অ্যাসাইনমেন্ট শিরোনাম | মোট মার্ক |
গণিত | ০১ | লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান | ১৭ |
নিচের ছবিতে ষষ্ঠ শ্রেণি গণিত ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ বিস্তারিত দেখুন-

অ্যাসাইনমেন্ট শিরােনামঃ লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান
অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):
ছােট ছােট টুকরাে কাগজে ১০ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাজ করে একটি কৌটায় রাখাে। অতঃপর দৈব ভাবে (লটারি) একটি করে তুলে নিয়ে নিচের ধাপগুলাে অনুসরণ কর।
১. মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলাদা করে অঙ্কিত তালিকা অনুযায়ি খাতায় লিখ:
মৌলিক সংখ্যা | যৌগিক সংখ্যা |
২. এবার তুলে নেওয়া সবগুলাে কাগজের টুকরাে পুনরায় কৌটায় রাখাে [বিঃদ্রঃ এখন থেকে তুলে নেওয়া কাগজের টুকরােটি পুনরায় কৌটায় রাখা যাবে না]
৩. লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরাে তুলে প্রাপ্ত সংখ্যা দুইটি অঙ্কিত তালিকা অনুযায়ি খাতায় লিখে সহমৌলিক কিনা যাচাই কর:
১ম সংখ্যা | ২য় সংখ্যা | সহমৌলিক (হ্যা/না) |
৪. এবার কৌটা থেকে দৈবভাবে একইসাথে তিনটি সংখ্যা তুলে নাও; প্রাপ্ত সংখ্যাগুলাে পাশাপাশি বসিয়ে ছয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন কর।
যেমন: ১২, ২২, ২৪ এই তিনটি সংখ্যা পাশাপাশি বসিয়ে প্রাপ্ত ছয় অঙ্কের সংখ্যা = ১২২২২৪। তােমার সমাধানের ক্ষেত্রে লটারিতে এই সংখ্যাটি ব্যবহার করা থেকে বিরত থাকবে।
৫. গঠনকৃত ছয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ কর।
৬. এবার লটারিতে তুলে নেওয়া তিনটি সংখ্যার যে কোন দুইটি সংখ্যাকে পাশাপাশি বসিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর।
৭. চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ২, ৩ ও ৪ দ্বারা বিভাজ্য কিনা যাচাই কর।
৮. প্রয়ােজনে পাঠ্যবইয়ের পৃষ্ঠা ৮ ও ৯নং এর সাহায্য নাও।
৯. কৌটা থেকে পুনরায় দৈবভাবে তুলে এমন ভাবে তিনটি সংখ্যা নাও যেখানে অন্তত একটি মৌলিক সংখ্যা থাকে।
১০. পাঠ্যবইয়ে উল্লিখিত যে কোন ১টি পদ্ধতিতে সংখ্যাগুলাের ল.সা.গু. নির্ণয় কর।
১১. পাঠ্যবইয়ে উল্লিখিত যে কোন ১টি পদ্ধতিতে সংখ্যাগুলাের গ.সা.গু. নির্ণয় কর।
একপাতায় ষষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পিডিএফ
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিদার্থে খেয়ালী ডট কম পাঠকদের জন্য ৬ষ্ঠ শ্রেণি ১ম সপ্তাহ এ্যাসাইনমেন্ট সমূহ পিডিএফ আকারে দেওয়া হল। নিচের বাটনে ক্লিক করলেই এগুলো ডাউনলোড করা যাবে।
অন্যকে সহজে অ্যাসাইনমেন্ট পেতে সহযোগিতা করতে আপনার ফেসবুক প্রোফাইলে এই পোস্টটি শেয়ার করে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম ফেসবুক গ্রুপে যোগদিন।
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল তথ্য পাওয়ার জন্য খেয়ালী ডট কম এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।