Update

২০২২ সালের ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির উপবৃত্তির তথ্য সংগ্রহ করতে নির্দেশনা

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতায় ২০২২ সালের ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য সংগ্রহ করতে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ১০ জানুয়ারি ২০২২ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলের প্রতি এই নির্দেশনা প্রেরণ করে সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর স্কীম পরিচালক শরীফ মোর্তজা মামুন।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ‘উপবৃত্তি প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার লক্ষ্যে ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট হতে প্রয়োজনীয় তথ্যাদি অগ্রিম সংগ্রহকরণ প্রসঙ্গে প্রেরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের পূর্বে উপবৃত্তির তথ্য এন্ট্রির জন্য প্রয়োজনীয় তথ্যাদিসহ নির্ধারিত ফরম সংগ্রহে করে রাখার জন্য বলা হয়।

২০২২ সালের ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির উপবৃত্তির তথ্য সংগ্রহ করতে নির্দেশনাটি হলো-

উপর্যুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, ২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণি এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১শ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন প্রক্রিয়ার লক্ষ্যে প্রয়ােজনীয় তথ্যাদি শিক্ষার্থী হতে অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়ােজন।

চলতি বছরে ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার অব্যবহিত পরেই HSP MIS এ উপবৃত্ত্বির জন্য আবেদনকারী শিক্ষার্থীর তথ্য এন্ট্রির কার্যক্রম গ্রহণ করা হবে।

উপবৃত্তির আওতায় আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য আবেদনকারী সকল শিক্ষার্থীর তথ্য যথাসময়ে নির্ভুল ভাবে HSP MIS এ এন্ট্রি করার প্রক্রিয়াটি সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য উপবৃত্তির নির্ধারিত আবেদন ফরম অনুযায়ী নিম্নবর্ণিত প্রয়ােজনীয় তথ্যাদি অগ্রিম সংগ্রহ করার জন্য অনুরােধ করা হলাে।

উল্লেখ্য যে, উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য HSP MIS এ এন্ট্রি করলেই উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিয়তা প্রদান করে না। আবেদনকারী শিক্ষার্থী প্রদত্ত তথ্যাদি HIS MIS এর মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হয়।

ষষ্ঠ ও একাদশ শ্রেণিতে উপবৃত্তির আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র-

১. শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি (১৭ সংখ্যা);

২. পিতা ও মাত্রার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১০ অথবা ১৭ সংখ্যা);

৩. পিতামাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১০ অথবা ১৭ সংখ্যা);

৪. পূর্ববর্তী শ্রেণির পরীক্ষার নাম, রেজিষ্ট্রেশন নম্বর, ফলাফল ও পাশের সনদের ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে);

৫. শিক্ষার্থীর অভিভাবকের (পিতা/মাতা/অন্যান্য) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খােলা সচলবৈধ মােবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্ট নম্বর (পিতা অভিভাবক হলে পিতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাউন্ট খুলতে হবে, মাতা অভিভাবক হলে মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাউন্ট খুলতে হবে);

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীনে ভর্তিকৃত শিক্ষার্থীরা এ উপবৃত্তি কচির আওতাভুক্ত হবে না।

সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সকল মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা বাের্ড এবং মাদ্রাসা শিক্ষা বাের্ড কর্তৃক অনুমতি স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করবেন।

নিচের ছবিতে ২০২২ সালের ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির উপবৃত্তির তথ্য সংগ্রহ করতে নির্দেশনাটি দেখুন

২০২২ সালের ৬ষ্ঠ ও ১১শ শ্রেণির উপবৃত্তির তথ্য সংগ্রহ করতে নির্দেশনা

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

সকল তথ্য পাওয়ার জন্য খেয়ালী ডট কম এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

সংশ্লিষ্ট তথ্য

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button