About Us

স্বাগতম! আমাদের সম্পর্কে জানতে চেয়ে এখানে আসায় আপনাকে অভিনন্দন। খেয়ালী ডট কম বাংলাদেশের অন্যতম অনলাইন ব্লগিং পোর্টাল যেখানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবন্ধ, রচনা, গল্প ও কবিতা প্রকাশিত হয়ে থাকে।

আমরা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে সঠিক তথ্য সংগ্রহ করে আমাদের পাঠকদের জন্য ইনফরমেটিভ ও বিশ্বস্ত তথ্য প্রকাশ করে থাকি, আর ঠিক এই কারণে দেশের বিপুল সংখ্যক মানুষের মনে যায়গা করে নেওয়া সম্ভব হয়েছে।

খেয়ালী ডট কম এর পরিশ্রমি ও মেধাবী টিম মেম্বারগণ সর্বদা সকল সোর্স থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এর সঠিকতা যাচাই করে পাঠকদের উপহার দেয়। এখানে প্রকাশিত সবগুলো তথ্যই পাঠকদের আগ্রহ ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে লেখা।

তথ্য সংগ্রহঃ খেয়ালী ডট কম দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ওয়েবসাইট ও অফিস সমূহ থেকে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সেগুলোর যথার্থতা যাচাই করে। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের রয়েছে মেধাবী টিম। খবর বা তথ্য সংগ্রহের ক্ষেত্রে খেয়ালী টিম সরাসরি উৎসের নিকট পৌছানোর চেষ্টা করে এবং সংগৃহিত তথ্য নিয়ে গবেষনা করে।

খবর সম্পাদনাঃ আমরা চাইনা আমাদের পাঠক কোনো প্রকার বিভ্রান্তিমূলক খবরের দ্বারা প্রতারিত হোক। তাই আমাদের দক্ষ এডিটরিয়াল টিম সবগুলো খবর বা তথ্যেকে বারংবার যাচাই ও বাছাই করে পাঠকের জন্য উপযোগী করে প্রকাশ করে।

খেয়ালী ডট কম সবসময় সামাজিক ও ধর্মীয় সম্পৃতির উপর বিশ্বাস রাখে। তাই এখানে কোনো প্রকার সামাজিক বা রাজনৈতিক অথবা ধর্মীয় উস্কানীমূলক তথ্য প্রকাশিত হয়না।

বিজ্ঞাপণঃ খেয়ালী ডট কম এর বিজ্ঞাপণ বিভাগে দেশের নামকরা এডনেটওয়ার্ক থেকে শালীন ও গুরুত্বপূর্ণ বিজ্ঞাপণ প্রকাশিত হয়। আপনার প্রতিষ্ঠানের কোনো বিজ্ঞাপণ আমাদের মাধ্যমে প্রচার করতে চাইলে এখনি যোগাযোগ করুন।

সর্বোপরী আমাদের প্রকাশিত খবরগুলো আপনাকে সবসময় সময়ের সাথে আপডেট থাকতে সহযোগিতা করবে। আমাদের প্রকাশিত সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের সম্পর্কে জেনে নিন। যেকোন ডিল করার পূর্বে গোপণীয়তা নীতি অবগত হয়ে নিন।

একটি মন্তব্য যোগ করুন অথবা অভিযোগ পেশ করুন

Back to top button